উজান যখন আমার গর্ভে আসে তখন আমার বয়স প্রায় ৩২। নানান ঘটনার মধ্য দিয়ে গেছি রোজ। একটা লাল ডায়েরি ছিল আমার। ভেবেছিলাম অন্তঃসত্ত্বা থাকার সময়টুকুর সব স্মৃতি সেখানে লিখে রাখবো, ছেলে বড় হলে পড়বে। কিন্তু অফিস আর রোজকার ঢাকাবাসের নানান ব্যস্ততায় কিছুই লেখা হয়নি। এরপর তো উজান এসে গেল, ওকে নিয়ে ব্যস্ততা বেড়ে গেল। চারমাস পর ছুটি শেষে অফিসেও জয়েন করে ফেললাম। সেই লাল ডায়েরিটা খালিই রয়ে গেল।
পেশাগত জীবনে আমি একজন সংবাদকর্মী। ব্যক্তিগত জীবনে ভীষণ অগোছালো আর ছন্নছাড়া। তাই নিয়মতান্ত্রিকভাবে ছেলেকে লালন করতে বেশ বেগ পেতে হয়েছে আমাকে। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে হয়েছে, প্রচুর পড়াশোনা করেছি। মাঝে মাঝে মনে হতো, এতো পড়াশোনা বুঝি বিশ্ববিদ্যালয় জীবনেও করিনি।
সেইসব জানাশোনা, সেইসব স্মৃতি, সেইসব অভিজ্ঞতা লিখে রাখতেই Messy n Mighty Mum এর যাত্রা। উজান বড় হলে নিশ্চয়ই পড়ে দেখবে তার মায়ের সব যুদ্ধের কথা, জানবে কিভাবে ওর সঙ্গেই মা হিসেবে বেড়ে উঠেছি আমি।
আর আমার এইসব অভিজ্ঞতা কারও কাজে লাগলে সেটাও হবে বিরাট পাওয়া। অগোছালো কিন্তু শক্তিশালী এই মায়ের ভূবনে সবাইকে স্বাগতম।
ফেসবুকে আমাদের অনুসরণ করতে পারেন এই ঠিকানায়: https://www.facebook.com/Messy-n-Mighty-Mum-101412651331522/