শেখ সিরাজুম মুনিরা নীরা।। যদি আমার সবচেয়ে পছন্দের মুহূর্তগুলোর তালিকা করতে বলেন, তাহলে নিঃসন্দেহে এর প্রথমে থাকবে উপুড় হয়ে থাকা! মানে আক্ষরিক অর্থে উপুড় হয়ে বই পড়তে, সিনেমা দেখতে বা ঘুমাতে ভালোবাসি আমি। ছোটবেলা থেকে মা খালাদের বহু বকাবকিও আমার উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস বদলাতে পারেনি।
সেই আমি পুরো সোজা হয়ে গেলাম। যখন জানতে পারলাম আমি গর্ভধারণ করেছি।
প্রথম কয়দিন তো হাঁটতেই ...
উজান যখন আমার গর্ভে আসে তখন আমার বয়স প্রায় ৩২। নানান ঘটনার মধ্য দিয়ে গেছি রোজ। একটা লাল ডায়েরি ছিল আমার। ভেবেছিলাম অন্তঃসত্ত্বা থাকার সময়টুকুর সব স্মৃতি সেখানে লিখে রাখবো, ছেলে বড় হলে পড়বে। কিন্তু অফিস আর রোজকার ঢাকাবাসের ... বিস্তারিত