রিভিউ (প্রোটিন পাউডার)

দিনযাপন | ১ ডিসেম্বর ২০১৯, রবিবার, ৯:২৬ ...

উজানকে সকালের বা বিকেলের নাশতার সাথে বাদাম গুঁড়া খাওয়াই বলে অনেকেই জানতে চান যে কিভাবে গুঁড়া করি। আসলে উইনিং শুরুর পর দেড় বছর বিভিন্নরকম বাদাম আমি নিজেই গুঁড়া করে দিতাম। এতে বাদামে এলার্জি আছে কি না সেটাও বোঝা যায়। ধীরে ধীরে বাদামটা হজম হয়। এরপর দুই একটা অনলাইন পেজ থেকে কিনেছি। এখন কিনি NeoFarmers Bangladesh পেজ থেকে এই প্রোটিন পাউডারটা। এটা অনেকগুলো বাদাম আর বীজের গুঁড়ো। বড়রাও দুধে মিশিয়ে খেতে পারে। ওরা তিন বছরের পর থেকে দিতে সাজেস্ট করে। জিনিসটা অনেক মজার। সবচেয়ে বড় কথা এর প্রতিটি উপাদানই ভালো। ওদের প্যাকেজিং, সার্ভিস সবই বেশ ভালো।


এর ভেতরে কি কি আছে সেই লিস্টের ছবি কমেন্টে দিয়ে দিচ্ছি।


এটা দিয়ে কিভাবে আমি উজানের জন্য খাবার বানাই সেটা ভিডিও করে দেখানোর ইচ্ছা আছে। সেজন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।
ধন্যবাদ।

(এটা কিন্তু কোনো পেইড রিভিউ না, নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছি।)