রান্নাবাটির হল্লাহাটি

উজান নামা | ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ৩:৪৮ ...

উজানের প্রচুর খেলনা। বলাই বাহুল্য যে, এর ৯৫ শতাংশই উপহার পাওয়া। যেসব খেলনা সে উপহার পায় সেগুলোর মধ্যে আছে গাড়ি, পিয়ানো, বল, সফট টয় ইত্যাদি। ছেলে বলে কেউ ওকে যেটা দেয় না সেটা হলো হাড়ি পাতিলের সেট। কারণ, প্রচলিত ধারণা অনুযায়ী এটা মেয়েদের খেলনা। 

অথচ দেখুন, বেঁচে থাকতে গেলে সবাইকেই খেতে হয়। এমন না যে শুধু মেয়েরাই রান্না করবে আর তারাই খাবে। যেহেতু সবারই খাওয়া প্রয়োজন সেহেতু সবারই অন্তত বেসিক রান্নাটুকু জানা দরকার। সবারই জানা উচিত, রান্না কেবল মেয়েদের কাজ না।

তাই আমি উজানকে রান্নার সেট কিনে দিয়েছি। ও সেটা দিয়ে খেলতে পছন্দ করে। চুলার ওপর এটা সেটা রান্না করে। কখনো চা বানায়। তারপর সেইসব খেলনা কাপে আমাদের চা পরিবেশন করে।

যদিও ওর প্রিয় খেলনা গাড়ি আর ডায়নোসর। তবু সে রান্না বাটি খেলতে পছন্দ করে। আমার বিশ্বাস একদিন রান্না করতেও সে পছন্দ করবে।