(আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে এটা অন্যতম)
আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফিডার পরিস্কার করা নিয়ে কথা বলবো। যাদের বাচ্চা আমার ছেলের মতো বটল ফেড বেবি তাদের জন্য এগুলো জানা জরুরি। কারণ ঠিকমতো ফিডার পরিস্কার না করা হলে বাচ্চা মারত্মক পেটের অসুখ বা ডায়রিয়ায় ভুগতে পারে।
প্রথমত, বাচ্চা যদি পুরোপুরি ফিডার নির্ভর হয় তাহলে অবশ্যই ছয় থেকে আটটা ফিডারের ব্যবস্থা রাখুন। কারণ একেবারে ছোট বয়সে নির্দিষ্ট সময় পর পর দুধ পান করাতে হয়। বেশিরভাগ ফর্মুলা দুধই আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে খাইয়ে ফেলতে হয়। এর মধ্যে শেষ না হলে তা ফেলে দিতে হয়। দুধটা ফেলার পর ফিডার ও নিপল প্রথমে নরমাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ধুয়ে এর ভেতর পানি ভরে রাখতে হবে (যতক্ষণ না আপনি ফিডার সাবান দিয়ে ধুয়ে আবার ফুটাচ্ছেন ততক্ষণের জন্য) যেন সেখানে আর কোনো দুধের অবশিষ্টাংশ না থাকে। আর একবার খাওয়ানোর পর সেই ফিডারে কোনোভাবেই আবার খাওয়ানো যাবে না। কারণ ততক্ষণে ওই দুধে জীবানু বাসা বাঁধতে পারে। তাই পরের বার পরিস্কার ফিডারে দুধ খাওয়াতে হবে।
সেজন্য যদি আপনি কয়েকটা ফিডার ব্যবহার করেন তাহলে বার বার ধোয়া আর ফুটানোর ঝামেলা করতে হবে না।
দ্বিতীয়ত, বাজারে ফিডার ধোয়ার আলাদা ব্রাশ পাওয়া যায়, লিকুইড সোপ পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে হবে। বিশেষ করে ব্রাশ। ফিডার ধোয়ার জন্য অবশ্যই আলাদা ব্রাশ রাখতে হবে যা কয়েকমাস পরপরই বদলে ফেলত হবে।
তৃতীয়ত, সাবান দিয়ে ফিডারে প্রতিটি অংশ আলাদা করে খুলে ধুয়ে নিতে হবে। তারপর প্রচুর পানির মধ্যে ফিডারসহ সব অংশ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কিংবা ছবির মতো স্টেরিলাইজার মেশিন কিনে নিতে পারেন। এতে মাত্র ছয় মিনিটে ফিডার স্টেরিলাইজড হয়ে যায়।
চতুর্থত, যে দুধ বা ফর্মুলা খাওয়াবেন তার গায়ে যে বয়সের জন্য যে পরিমাপ লেখা থাকবে সেভাবেই খাওয়াতে হবে। মাপে কম বেশি করা যাবে না। তাহলে বাচ্চার পেটে সমস্যা হতে পারে। যে দুধের সঙ্গে যে চামচ দেওয়া থাকবে সেটাই ব্যবহার করতে হবে। মানে এক কোম্পানির দুধের কৌটার মাপের চামচ অন্য কোম্পানির দুদ পরিমাপের জন্য ব্যবহার করা যাবে না।
পঞ্চমত, ফিডারের নিপল সবসময় ঢেকে রাখতে হবে। একটু অসাবধান হলে যদি নিপলের ওপর মাছি বা কোনো পোকা বসে আর জীবাণু ছড়ায় তাহলে বাচ্চা আক্রান্ত হতে পারে।
এছাড়া নির্দিষ্ট সময় পরপর ফিডার ফেলে দিয়ে নতুন ফিডার ব্যবহার শুরু করতে হবে। সেক্ষেত্রে সাশ্রয়ের জন্য কাঁচের ফিডার ব্যবহার করা যেতে পারে। কারণ এগুলো বেশিদিন ব্যবহার করা যায়।
আজকের মতো এইটুকুই। আপাতত যা যা মাথায় ছিল, যা যা আমি করি সব লিখেছি। আরও কিছু মনে হলে যোগ করে দেবো।